১। অত্র ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব কোন অফিস নেই। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে দীর্ঘদিন যাবত ভূমি অফিসটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অত্র গোয়ালডিহি ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য গোয়ালডিহি মৌজার ০১ নং খতিয়ানভুক্ত ১৮৫৪ দাগটিতে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
২। জনবল:
কর্মকর্তা ও কর্মচারী:
(১) মোহাম্মদ সাইফুল ইসালাম, ইউ.ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
(২) মো: সফিকুল ইসলাম, অফিস সহায়ক
পদসংখ্যা (কর্মকর্তা): ০২টি, কর্মরত: ০১জন
পদসংখ্যা (অফিস সহায়ক): ০২টি, কর্মরত: ০১জন
৩। মোট মৌজার সংখ্যা : ০৪টি
৪। মৌজার মোট নক্সা সংখ্যা : ০০০০টি
৫। রেজিস্টার-ও (স্বত্বলিপি) মোট : ০৪টি মৌজার বিপরীতে মোট ০৬টি রেজিস্টা ও রয়েছে। রেজিস্টারসমূহ বাঁধাই পূর্বক যতœ সহকারে ব্যবহার করা হচ্ছে।
৬। রেজিস্টার-ওও (তলব বাকী রেজি:) : মোট রেজিস্টার সংখ্যা ৪৩টি। তন্মধ্যে ১৪টি ছেঁড়া। পূর্ণগঠিত রয়েছে ১০টি, পুনঃগঠিত রেজিস্টারগুলি প্রত্যয়নসহ নির্ধারিত রেজিস্টারে ব্যবহার করা হচ্ছে।
৭। রেজিস্টা-ওওও (দৈনিক আদায় বহি) : প্রত্যয়নসহ নির্ধারিত রেজিস্টার যথারীতি ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ ২৪/০১/২০১৮খ্রি. তারিখের নং দাখিলায় ৬০৫/- লিপিবদ্ধ করা হয়েছে।
৮। রেজিস্টার-ওঠ (ক্যাশ বহি) : প্রত্যয়নসহ নির্ধারিত রেজিস্টার যথারীতি ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ ২৪/০১/২০১৮খ্রি. তারিখের নং দাখিলায় ৬০৫/- লিপিবদ্ধ করা হয়েছে।
৯। রেজিস্টার-ঠ (পাশ বহি) : প্রত্যয়নসহ নির্ধারিত রেজিস্টার যথারীতি ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ ২৪/০১/২০১৮খ্রি. তারিখের ১৯নং চালানে ৭৮৮০/- টাকা (২%সহ) জমা দেয়া হয়েছে।
১০। রেজিস্টা- ঠও (সায়রাত বহি) : সরবরাহকৃত নির্ধারিত রেজিস্টার প্রত্যয়নসহ ব্যবহার কর হচ্ছে।
- মোট হাট বাজার: ০২টি (হাট ০২টি), পেরিফেরিভুক্ত। হাট ০২ (১৪২৪ বাংলা সন পর্যন্ত ইজারা রয়েছে।
- মোট খাস পুকুর সংখ্যা: ০২টি। ০১টি ইজারাকৃত এবং অপরটি খাস আদায়ের কার্যক্রম চলছ্
ে১১। রেজিস্টার-ঠওওও (খাসজমি রেজি:) : সরবরাহকৃত নির্ধারিত রেজিস্টার প্রত্যয়নসহ নির্দেশনা অনুযায়ী পুনঃ লিখন সম্পন্ন করা হয়েছে।
মোট খাস জমির পরিমাণ: ৩৪৬.৭৭ একর
-১ম খন্ডে জমির পরিমাণ: ৭৭.২১ একর
-২য় খন্ডে জমির পরিমাণ: ২০৬.৯৫ একর
-৩য় খন্ডে জমির পরিমাণ: ৬২.৬১ একর
-৪র্থ খন্ডে জমির পরিমাণ: নাই
১২। মোট অর্পিত সম্পত্তির পরিমাণ: ২০.৪৯ একর
‘ক’ তফশীলভুক্ত অর্পিত সম্পত্তি ২০.২০ একর
‘খ’ তফশীলভুক্ত অর্পিত সম্পত্তি ০.২৯ একর
সর্বশেষ গেজেট সংরক্ষণ পূর্বক ব্যবহার করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
গোয়ালডিহি ইউনিয়ন ভূমি অফিস
খানসামা, দিনাজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস