মোট আয়তন : ৪৫.১৮ বর্গ কি: মি:
মোট পরিবার : ৭২২২ টি
মোট জনসংখ্যা: ৩১,৮৩৪ জন (পুরুষ-১৫,৯০০, মহিলা-১৫,৯৩৪)
পুরুষ : ১৩৭৬৬ জন
মহিলা: ১৩৩৪৪ জন
মোট ওয়ার্ড: ০৯টি
মোট গ্রাম: ০৪টি (গোয়ালডিহি, হাসিমপুর, নলবাড়ী, দুবলিয়া)
বাৎসরিক ইউনিয়ন কর- ২,৯১,৫২৫ টাকা (২০২০-২০২১ সনের এ্যাসেসমেন্ট)
মোট এ্যাসেস পরিবারের সংখ্যা- ৭,২২২টি (২০২০-২০২১ সনের)
মোট হাট বাজার- ১৩টি
মোট খোয়ার- ০৪টি
আদর্শ গ্রাম-০১টি (নলবাড়ী, সুবিধাভোগী পরিবার -৩৫টি)
আবাসন- ০১টি (গোয়ালডিহি, সুফল ভোগী পরিবার-৭০ টি
ভূমিহীনদের গৃহ ৯৪টি (হাসিমপুর, গোয়ালডিহি, নলবাড়ী ও দুবলিয়া, সুবিধাভোগী পরিবার ৯৪টি)
ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র- ০১ টি
ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক- ০৪ টি
ভোটারদের তথ্য:
(ইউপি নির্বাচন ২০২১-এর তথ্য অনুযায়ী)
ইউনিয়নের মোট ভোটার সংখ্যা- ২০৮৬২ জন
পুরুষ ভোটার- ১০২৪৬ জন
মহিলা ভোটার- ১০৬১৬ জন
সংরক্ষিত আসন অনুযায়ী ভোটার সংখ্যা:
সংরক্ষিত আসন নং-১, ভোটার- ৬১৫৭ জন (উভয়)
সংরক্ষিত আসন নং-২, ভোটার- ৭৮৩৭ জন (উভয়)
সংরক্ষিত আসন নং-৩, ভোটার- ৬৮৬৮ জন (উভয়)
ওয়ার্ডভিত্তিক ভোটার সংখ্যা:
হাসিমপুর ১নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১০৮০ জন, মহিলা: ১১৫৪ জন
হাসিমপুর ২নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১০৫৬ জন, মহিলা: ১০৬২ জন
হাসিমপুর ৩নং ওয়ার্ড অংশ- পুরুষ: ৮৯৬ জন, মহিলা: ৯০৯ জন
গোয়ালডিহি ৪নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১৪৮৭ জন, মহিলা: ১৫৫৫ জন
গোয়ালডিহি ৫নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১১৪৫ জন, মহিলা: ১২০৪ জন
গোয়ালডিহি ৬নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১১৯১ জন, মহিলা: ১২৫৫ জন
নলবাড়ী ৭নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১০১৪ জন, মহিলা: ১০৪০ জন
দুবিলয়া ৮নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১২৮৬ জন, মহিলা: ১২৬৩ জন
দুবিলয়া ৯নং ওয়ার্ড অংশ- পুরুষ: ১০৯১ জন, মহিলা: ১১৭৪ জন
শিক্ষা প্রতিষ্ঠান:
সরকারি প্রাথমিক বিদ্যালয়-২৩টি
মাধ্যমিক বিদ্যালয়- ১১টি (নিম্ন মাধ্যমিক-০৪টি, উচ্চ মাধ্যমিক-০৫টি)
মাদ্রাসা- ০৪ টি (দাখিল- ২টি, আলিম- ১টি, ফাজিল-১টি)
কলেজ- ০২ টি (সাধারণ- ১টি, কারিগরী- ১ টি)
শিক্ষিতর হার- ৭৭%,
মুসলমান- ৫৯%
হিন্দু- ৪০%
অন্যান্য- ১%
স্যানিটেশন শতভাগ (১০০%) ২০০৬খ্রি:
কৃষি জমির পরিমাণ: ২৭১৭ হেক্টর।
ধর্মীয় প্রতিষ্ঠান:
মসজিদ- ৭০ টি।
মন্দির- ১৫ টি, গীর্জা-১টি।
স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন:
ব্যক্তিগত: ৬৩৬৭টি।
যৌথ: ২০১টি।
পানির ব্যবস্থা:
টিউবয়েল: ৪০৮৬টি।
গভীর নলকুপ: ১০টি।
তিস্তা ক্যানেল: ৭ কি: মি:
রাস্তা:
মোট রাস্তা: ৮৬ কি: মি:
পাকা: ৬৮ কি: মি:
কাঁচা: ১৮ কি: মি:
বনায়ন: ২৪ কি: মি:
মোট কর্মরত এনজিও: ১৪টি
বিভিন্ন সুবিধাভোগী:
ভিজিডি দুস্থ মহিলা সংখ্যা: ৪৩২ জন
রেশন কার্ডধারী সংখ্যা: ৩২৪৮ জন
বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা: ১৩১০ জন (উভয়)
বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাভোগীর সংখ্যা: ৭২১ জন।
মোট প্রতিবন্ধির সংখ্যা: ৫২৯ জন (উভয়), সুফলভোগী ৪৪ জন, শিক্ষা প্রতিবন্ধী ১৩ জন।
মাতৃত্বভাতা: ১৩৭ জন (মহিলা)
আরএম পিমহিলা কর্মীর সংখ্যা: ১০ জন।
মোট নদীর সংখ্যা: ২ টি ( ইছামতি ও বেলান)
খাস পুকুর: ২ টি
পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন গ্রাম: ১টি (১নং ওয়ার্ড হাসিমপুর)
উম্মুক্ত শিশু মঞ্চ: ১টি
গ্রামভিত্তিক (আদম শুমারী ২০১১ অনুযায়ী) লোকসংখ্যা:
হাসিমপুর: ৭৫৭৮ জন (পুরুষ- ৩৮৪৩ জন, মহিলা- ৩৭৩৫ জন)
গোয়ালডিহি: ১০৫৭৭ জন (পুরুষ- ৫৪৩৩ জন, মহিলা- ৫১৪৪ জন)
নলবাড়ী: ২৬৮৩ জন (পুরুষ- ১৩৬৩ জন, মহিলা- ১৩২০ জন
দুবলিয়া: ৬২৭২ জন (পুরুষ- ৩১২৭ জন, মহিলা- ৩১৪৫ জন)
যোগাযোগ ব্যবস্থা: মোটরযান, ভ্যান, অটোরিক্সা, টেম্পু।
হাট বাজার:
ভুল্লারহাট, পুলহাট, মানিকগঞ্জ বাজার, মুকুলের বাজার, প্ল্যান বাজার, শিমুলতলী বাজার, বটতলীর বাজার, ক্যাম্পেরহাট, নলবাড়ী ক্যানেলের বাজার, কালির বাজার, দুবলিয়া ক্যানেল বাজার, লালদিঘীর বাজার, পীরেরহাট বাহারশাহর হাট।
ইউনিয়ন পরিষদ:
(১) সাংগঠনিক কাঠামো:
চেয়াম্যান-০১ জন।
সংরক্ষিত সদস্য-০৩ জন।
ইউপি সদস্য-০৯ জন।
সচিব-০১ জন।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ জন।
মহল্লাদার-০৯ জন।
দফাদার-০১ জন।
(২) ইউনিয়ন পরিষদের কার্যাবলী:
পাঁচ শালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি।
পল্লী অবকাঠামো উন্নয়ন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।
স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম।
কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
মহামারী নিয়ন্ত্রণ ও দূর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম।
কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।
পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।
খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান।
পরিবশে উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
আইন শৃঙ্খলা রাক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।
সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।
বৃক্ষরোপন ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।
কবরস্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালান করা।
অপরাধমুলক ও বিপদজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।
বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।
ই-গভর্নেন্স চালু ও উৎসাহিতকরণ।
সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী পালন ইত্যাদি।
ওয়ার্ডভিত্তিক পাড়ার নাম:
হাসিমপুর, ওয়ার্ড নং-০১
শাহপাড়া
বড় মসজিদ পাড়া
বানিয়া পাড়া
নতুন পাড়া
মাঝা পাড়া
বাবু পাড়া
বাটুয়াশাহ্ পাড়া
সরকার পাড়া
কৈলাস পাড়া
নয়া পাড়া
কালঠু শাহ পাড়া
হাজী পাড়া
হাসিমপুর, ওয়ার্ড নং-০২
টেন পাড়া
দেওয়ানী পাড়া
কঠিয়া শাহ পাড়া
প্রভাস মেম্বার পাড়া
তাঁতীপাড়া
দারগা পাড়া
চৌধুরীপাড়া
খলিফা পাড়া
পালোয়ান পাড়া
সর্দারপাড়া
হাসিমপুর, ওয়ার্ড নং-০৩
বানিয়া পাড়া
সামাদ মাষ্টারপাড়া
ডারারপাড় পাড়া
লতিফ শাহ পাড়া
কুঠির ডাঙ্গা পাড়া
তমিজ মেম্বারপাড়া
কাত পাড়া
চকপাড়া
মন্ডলপাড়া
পূর্ব তাঁতীপাড়া
হরলাল শাহ পাড়া
গোয়ালডিহি, ওয়ার্ড নং-০৪
জানকি শাহ পাড়া
আব্দুল শাহ পাড়া
সহিদুল্লাহ কেরানী পাড়া
নুরল মেম্বারপাড়া
আলা উদ্দিন হাজিপাড়া
তেলী পাড়া
কলিয়া পাড়া
খেলামিস্ত্রী পাড়া
এছাদ আলী পাড়া
ধনেশাহ পাড়া
বেলান পাড়া
আবাসন পাড়া
ডাঙ্গাপাড়া
টগর পাড়া
মন্ডলপাড়া
তছর পন্ডিতপাড়া
ওবায়দুল্লাহ মৌলভীপাড়া
হরিদাস মাস্টার পাড়া
গোয়ালডিহি, ওয়ার্ড নং-০৫
পাটোরয়ারী পাড়া
ইলিয়াস হাজিপাড়া
জমির শাহ্ পাড়া
বিলাত হাজিপাড়া
ফুলতান পাড়া
পন্ডিত পাড়া
ফাকাউপাড়া
সৈয়দ আলী পাড়া
ফজলু মেম্বারপাড়া
সাংবাদিক পাড়া
রহিমুল্লাহ পাড়া
ময়দান ডাঙ্গা পাড়া
বানিয়া পাড়া
রশি মামুন শাহ পাড়া
মিজান হাজীপাড়া
আতারু পাড়া
ভাদুশাপাড়া
নয়া পাড়া
গোয়ালডিহি, ওয়ার্ড নং-০৬
গোলাবাকালী পাড়া
সেরা মুন্সিপাড়া
জতিন পাড়া
নিজামদ্দিন পাড়া
জমির বাকালী পাড়া
আলু বেচা পাড়া
আছির পাড়া
হুজুর পাড়া
কাছারি পাড়া
মাকড়া শাহ পাড়া
ডাঙ্গাপাড়া
সলেমান পাড়া
সাঁকোরপাড় পাড়
বেশারপন্ডিত পাড়া
লোকমা শাহ পাড়া
শিয়ার ডাঙ্গী পাড়া
কেতাব পাড়া
বড় বাড়ি পাড়া
পূর্ব মন্ডলপাড়া
আকালু হাজি পাড়া
নলবাড়ী, ওয়ার্ড নং-০৭
নাজি জুম্মা পাড়া
জালাল পাড়া
আজগার বিএসসি পাড়া
করুণা ডাক্তার পাড়া
সুকারু পাড়া
হবি মেম্বারপাড়া
গফুর শাহ পাড়া
আদর্শ গ্রাম
সম্ভু প্রফেসর পাড়া
গৌরাঙ্গ পাড়া
পুশুরাম পাড়া
ডাঙ্গা হাজী পাড়া
ময়েজ চেয়ারম্যান পাড়া
মজিদ মেম্বারপাড়া
খয়রাত বিএসসি পাড়া
দুবলিয়া, ওয়ার্ড নং-০৮
নিরোদ মাস্টার পাড়া
কাশি নাথ পাড়া
নারায়ণ ম্যানেজার পাড়া
সুরেন ডিলার পাড়া
পাঠান পাড়া
পন্ডিত পাড়া
ভবেশ মেম্বারপাড়া
বৈরাগী পাড়া
উপেন সাধু পাড়া
ঘোণ পাড়া
দোলা পাড়া
হরেন মেম্বারপাড়া
বিশ্বাস পাড়া
বারই পাড়া
বালা পাড়া
ডারিকা নাথ পাড়া
কালা ধনী পাড়া
গজেন মাস্টারপাড়া
করুনা পাড়া
ব্রাহ্মণ পাড়া
নাপিত পাড়া
দক্ষশাহ পাড়া
দুবলিয়া, ওয়ার্ড নং-০৯
মোকছেদ মেম্বার পাড়া
ফকির/জয়নাল পীর পাড়া
মজেল পাড়া
সৈয়দ আলী পাড়া
চড়কডাঙ্গা পাড়া
তালতলী পাড়া
প্রভাষ মাস্টার পাড়া
মহেশ পাড়া
বাবু লাল পাড়া
জতিন মাস্টারপাড়া
দরবেশ পাড়া
সিরাজ ডাক্তার পাড়া
খলিল মিস্ত্রী পাড়া
বাহার হাজি পাড়া
হঠাৎ পাড়া
চিড়াতি পাড়া
আফাজ পাড়া
মুন্সিপাড়া
শাখারি পাড়া
লালদিগী পাড়া
বৈশ্য পাড়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস